শুক্রবার, ৯ মার্চ, ২০১২

মুছে ফেলুন অপ্রয়োজনীয় ফাইল


কম্পিউটার কে ধীর গতির করে Prefetch ফাইলগুলো । নিয়মিত কাজ করার ফলে কম্পিউটারে এই ফাইলগুলো  জমে,এইসব ফাইল কম্পিউটার এর গতি কমিয়ে দেয় ।এই ফাইল গুলো মুছে ফেলতে প্রথম এ আমরা  start থেকে Run এ গিয়ে  Prefetch লিখব ।  নতুন উইন্ডো আসলে ঐখানে  Prefetch ফাইলগুলোর তালিকা আসবে CTRL+A দিয়ে সবগুলো ফাইল সিলেক্ট করে Shift+Delete দিলে সব ফাইল মুছে যাবে

মেইল এলে ব্রাউজার এ আপ্নাক জানিয়ে দেবে

জনপ্রিয় ব্রাউজার মজিলা ফায়ারফক্সের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে আপনি জানতে পারবেন আপনার নতুন কোন ইমেইল এসেছে কিনা ।এ জন্য আপনার ওয়েব মেইল নটিফায়ার নামের একটি অ্যাড অন লাগবে।
https://addons.mozilla.org/en-US/firefox/addons/4490 থেকে নামিয়ে নিন । এখন ফায়ারফক্স রিস্টার্ট করুন । খেয়াল করুন , সবার নিচে ডান পাশে মেইল এর একটি আইকন এসেছে । আইকন এ ক্লিক করে preference অপশন এ যান । ড্রপডাউন মেনুতে google,yahoo,hotmail- এর নাম রয়েছে । এখন Username ও password বসিয়ে আপনার সব অ্যাকাউন্ট একে একে add করে নেন । এর পর থেকে নতুন মেইল এলে নিচের আইকন এ সংকেত দেখাবে ।

ব্রাউজার থেকে শুনুন সংবাদ


টুলবার এর সাহায্যে ব্রাউজার থেকেই অনলাইনে সরাসরি বাংলাদেশি বিভিন্ন রেডিও সেটশনের সংবাদ শুনা যাবে ।টুলবারটি www.bdwebportal.toolbar.fm ঠিকানা থেকে নামিয়ে নিন । ব্রাউজার পুনঃরাই চালু করলে বিনোদন নামে একটি মেনু আসবে । এর মধ্যে থাকা Radio News ট্যাব থেকে রেডিও সেটশনের প্রতি ঘণ্টার সংবাদ শুনা যাবে ।

ফেসবুক এর মেইল বন্ধ করুন!

ফেসবুক এ add Request, message বা  wall- কিছু লিখে বা ছবিতে  Comments করে তাহলে তা আবার ই-মেইল এর মাধ্যমে আপনাকে জানানো হয় ।এতে ফেসবুক থেকে অসংখ্য মেইল আসে । এটি থেকে মুক্তি পেতে setting এ গিয়ে Account Setting এ ক্লিক করুন ।নতুন যে পেজ টি আসবে সেটি থেকে Notification-এ ক্লিক করুন । এখন ডান পাশ থেকে সব টিক চিহ্ন তুলে দিয়ে save setting এ ক্লিক করুন ।

ফায়ারফক্স এ ডাউনলোড সমস্যা সমাধান


ইন্টারনেট এ কোন ফাইল নামানোর(ডাউনলোড) সময় কম্পিউটার হঠাৎ বন্ধ হয় এ গেলে পরে ওই ফাইলটি নতুন করে নামাতে হয় । মজিলা ফায়ারফক্স ব্যাবহারকারীরা ডাওন দেম অল নামের একটি প্রোগ্রামের (অ্যাড-অন্স) এর সাহায্যে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব । প্রোগ্রামটি https://addons.moziila.org/en-US/firefox/addon/201  ঠিকানা থেকে নামিয়ে নিন ।

ইন্টারনেট ব্রাউজার ট্যাব বন্ধ হয় গেছে ?


ইন্টারনেট ব্রাউজার দিয়ে ওয়েবসাইট দেখার সময়ই প্রয়োজনে অনেক ট্যাব খুলতে হয়, বন্ধ করতে হয় । অনেক সময়ই বন্ধ করা ব্রাউজার ট্যাব আবার কাজ এ লাগে ।বন্ধ করা ব্রাউজার ট্যাব আবার ফিরিয়ে আনতে কীবোর্ড থেকে CTRL+Shift+T  চাপুন । যতবার চাপবেন ততবার বন্ধ করা ব্রাউজার ট্যাব ফিরে আসবে । এই পদ্ধতি সব ধরনের ব্রাউজার এর ক্ষেত্রে কাজ করে ।ব্রাউজার ট্যাব এর উপর মাউস রেখে ডান বাটন এ ক্লিক করে ইচ্ছামত ব্রাউজার ট্যাব গুলো ফিরিয়ে আনতে পারবেন,রিফ্রেশ এবং রিলোডও করতে পারবেন ।

উইন্ডোজ শর্টকাট কী


Close,Program
Exit active program
 Alt+F4
Command,Cut
Cut selected item
Clrt+X
Command,Copy
copy selected item
Ctrl+C
Command,Delete
Delete selected item from desktop without Recycle Bin
Shift+Delete
Command,Minimize
Minimize all windows
Windows+M
Command,Run
Display Run dialog box
Windows+R
Command,Explore
Explore computer
Windows+E
Task Manager

Ctrl+Alt+Delete
Command,Lock
Windows lock
Windows+L
Command,Refresh
Refresh all windows contents
F5